অবশেষে প্রকাশ পেল রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত বহুল আকাঙ্ক্ষিত সিনেমা ‘টু পয়েন্ট জিরো’র টিজার।
গনেশ চতুর্থীর উৎসব উপলক্ষে এটি অবমুক্ত করা হয়।
এটি রজনীকান্তের ব্লকবাস্টার ‘রোবট’-এর সিক্যুয়েল। এতে স্পেশাল ইফেক্টের ঝলক দেখা গেছে।
ছবিতে রজনীকান্ত ও অক্ষয় কুমার ছাড়াও আরও আছেন আদিল হুসেন, সুধাংশু পান্ডে, অ্যামি জ্যাকসন প্রমুখ। ছবিটিতে মিউজিক দিয়েছেন এআর রহমান।
শংকর পরিচালিত ‘টু পয়েন্ট জিরো’ ছবিটি আগামী ২৯ নভেম্বর মুক্তি পাবে।